বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ইংরেজী বিভাগের Online Education Today শীর্ষক Webinar অনুষ্ঠিত।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ইংরেজী বিভাগের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিষ্টারের জুলাই-ডিসেম্বর, ২০২০ সেশনের অনলাইন ক্লাস কমেন্সমেন্ট প্রোগ্রাম ও Online Education Today শীর্ষক Webinar আজ সকাল ১১.৩০ টায় বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, Key Note Speaker বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র আইসিটি এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আকতার এর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
উক্ত অনলাইন প্রোগ্রামে প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্ববদ্যালয় বন্ধ হওয়ার পরপর বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি অনলাইন ক্লাস শুরু করেছ্।ে তিনি বর্তমানে অনলাইন শিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে সময়ের সঠিক ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে Key Note Speaker বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র আইসিটি এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান বলেন, বর্তমানে অনলাইন শিক্ষা অপরিহার্য। বাংলাদেশে অনলাইন শিক্ষা ধীরে ধীওে জনপ্রিয়তা লাভ করছে। সীমাবদ্ধতা কাটিয়ে অনলাাইন শিক্ষা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, সরকার শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কাজ করছেন।
Latest News:
- Semester Final Examination Schedule for 1st to 7th Semester of BA (Hons.) in English Program, Session: Summer-2024 (July-December).
- Mid Term Examination Schedule of MA in ELL Program, Session : Summer - 2024 (July-December).
- Retake Improvement notice for MBA Programs , Session : Summer- 2024 (July - December).
- Semester Final Examination Schedule for 1st to 7th Semester of CSE Program, Session: Summer-2024 (July-December).